Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে খামারে হামলায় খামারের নাইটগার্ড খুন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৩:১৯ পিএম

শেরপুরে মাছের খামারে হামলা চালিয়ে ওই খামারের নাইটগার্ড রফিকুল ইসলাম (৫০) কে কুপিয়ে পুকুরের পানিতে ফেলে দেয় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত ডাক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শেরপুর জেলার নকলা উপজেলার মরাকান্দা গ্রামের জামান ও ছাত্তার নামে দুইজন মিলে পাশ্ববর্তী শেরপুর সদর উপজেলার কামারিয়া চাইরা বিলে মাছের প্রজেক্টে মাছ চাষ করে আসছিল। আজ সকাল ১০ টার দিকে ওই মাছের খামারে রফিকুল ইসলাম কাজ করতেছিল। এসময় হঠাৎ করে মরকান্দার বারেক, জুব্বার ও ছুবাহানসহ কয়েকজ সন্ত্রাসী হামলা চালিয়ে রফিকুলকে কুপিয়ে খামারের পানিতে ডুবিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে রফিকুলকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত রফিকের স্বজনরা এ হত্যাকান্ডের বিচার দাবী করেন। এ রিপোর্টর লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা হাসপাতালের আরএমও ডা: খায়রুল কবীর সুমন জানান, আমরা লাশ সুরতহাল রিপোর্ট পাওয়ার পরপরই ময়না তদন্ত করবো।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। খুব দ্রুতই তাদেরকে আটক করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ