Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড জয়, নেটিজেনদের শুভেচ্ছা!

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৯:৩৯ এএম

১৬৯ রানের রেকর্ড ব্যবধানে সফরকারী জিম্বাবুয়েকে পরাজিত করায় টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা। রেকর্ড ব্যবধানের এই জয় নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া তুলে ধরেছেন নেটিজেনরা।

এরআগে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেটি ছিল ১৬৩ রানে। আজ সেই রেকর্ড ভেঙে প্রশংসায় ভাসছেন টাইগাররা। তবে কিছু বিরূপ মন্তব্যও করেছেন কেউ কেউ।

রোববার টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরি এবং শেষ মুহূর্তে সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩২১ রানের বিশাল স্কোর গড়ে তোলে বাংলাদেশ।

মেহেদী হাসান রবিন লিখেছেন, ‘‘তোমি না থাকলে এই খেলা ১৬৯ রানে জেতাই হতো না, তোমি না থাকলে ৩২১ রান ৬ উটকেটে নেওয়াই হতো না, ধন্যবাদ জিম্বাবুয়ে।’’

মোহাম্মাদ নোওশেদ লিখেছেন, ‘‘অভিনন্দন টিম বাংলাদেশ। কিন্তু আমরা জিম্বাবুয়ের ছোট ছোট বাচ্ছাদের উপর অত্যাচার জয় লাভে সন্তুষ্ট নই! আমরা চাই বাংলাদেশ বিশ্বের বড় দলগুলোর সাথে বুক চিতিয়ে চোখে চোখ রেখে লড়াই করুক! জিতে আসতে হবে এমন কোনো কথা নেই কিন্তু হারার আগে যেন হেরে না যায়! অনু-প্রেরণার জন্য যুবাদের থেকে শিক্ষা নিতে পারে!’’

শরিফুল ইসলাম, ‘‘পৃথিবীর সব দেশ য়দি জিম্বাবুয়ের মত হতো তাহলে আমরা অস্ট্রোলিয়া বা ভারতের মত দেশকেও নাকানি-চুবানি খাওয়াতাম।’’

লিমন সমদ্দার লিখেছেন, ‘‘এইভাবে রেকর্ড করে হারানোটার কি দরকার ছিল শুনি....? এখন যদি ওরা আমাদের সাথে আর না খেলতে চায় তখন কি করবা? তখন কইরো আরো সেনচুরি... ওদের পেলেই এক এক জনের সেনচুরি করা লাগবে...তাইনা!’’

মুহাম্মাদ রশিদ লিখেছেন, ‘‘জিম্বাবুয়ের সাথে জয়ে বাংলাদেশের সামর্থ্য পরখ করা যায়না, যদি এই দল ব্যতীত অন্যদল হলে তখন বোঝা যেতো। জিম্বাবুয়ের মতো দলের সাথে খেলার জন্য আমাদের সিনিয়র খেলোয়াড়দেরও খেলতে হয়। বিসিবি কি এতদিনে দুর্বল দলের সাথে খেলার জন্য একটি "বি" টিম গড়ে তুলতে পারেনি? যাইহোক বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ