বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার পর লাশ গমক্ষেতে পুঁতে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে তৈয়ব আলী নামে ওই ব্যবসায়ীর লাশ মাটি খুঁড়ে উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত তৈয়ব আলী একজন গরু ব্যবসায়ী। তিনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেননি। গভীর রাত পর্যন্ত সে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন।
সকালে প্রতিবেশীরা গমক্ষেতে তার রক্তমাখা জামা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ মাটি খুঁড়ে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হবে, ইতিমধ্যেই সন্দেহভাজনদের ধরবার জন্য পুলিশী অভিযান শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।