শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
পারমিতা আলম
তোমার চিঠি
হলুদ খামের সেই চিঠিটা
কতোদিন ধরে পরে আছে
হবে হয়তো পঁচিশ ত্রিশ বছর।
জানো মিনু, এখন আর কেউ চিঠি লিখে না,
মনের গহীন বালুচরের আবেগভরা চিঠি।
চিঠির জায়গা দখল নিয়েছে ক্ষুদে বার্তা,
ইমো হোয়াট্স অ্যাপ চ্যাট আরো কত কি।
মনে পরে মিনু? একদিন চিঠি দেইনি বলে
তুমি মরতে বসেছিলে
ছোটনের কাছে শুনেই আমি ভোঁ দৌড়,
তোমার সামনে মাথা নুইয়ে দুঃখ প্রকাশ হাজারবার
তবেই মহারানীর মান ভেঙেছিলো।
আমাদের সেই ভালোবাসার আবেগগুলো কোথায়?
এই সময়ের মানুষগুলোর এতো সময় কই?
মূহুর্তেই বদলে ফেলে খোলোশটাকে।
লিখেছিলে ভাঙা ভাঙা হাতে
পুতুলের বর হারিয়েছে তোমার
সেকি কান্নাভেজা চিঠি!
আশংকাটা আমিও বোধহয় হারিয়ে যাবো।
তুমিও যেদিন হারিয়ে গেলে আমার থেকে
দেখেছো কি কান্না আমার?
দেখেছো কি আমার বুকের রক্ত ক্ষরণ?
দেখোনি তা। জানো মিনু, আমার বুকের রক্তক্ষরণ
কেউ দেখে না, কেউ দেখে না।
পারভীন রেজা
পাখিটি
ঘৃণা কর তুমি যত ভালোবাসা পবিত্র
চোখের জল কেড়ে নাও ফুরাবে না সমুদ্র।
ফুলগুলো সব ছিঁড়ে ফেরে দাও
আসবে তবুও বসন্ত।
ছুড়ে ফেলে দাও সব আয়োজন
যাবে না সময় থমকে।
একদিন তুমি আমায় দেখে
জানি উঠবে চমকে।
অবহেলায় চেপে রাখা গাছ
কীভাবে এমন দাঁড়াল
তুচ্ছ ক্ষুদ্র সেই পাখিটি আজ
ভালোবাসার গান শুনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।