পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এ. কে. এম. ফজলুর রহমান মুনশী
তেইশে রমজান শবে কদর তালাশ করা
আজ ২২ রমজান। অদ্য দিবাগত রাতটি ২৩ রমজানের বেজোড় রাত। এ রাত ফজিলতপূর্ণ ও লাইলাতুল কদরের একটি সম্ভাব্য রাত। অতএব প্রত্যেক মুসলিমের উচিত এ রাতে জাগ্রত থাকা ও অধিক হারে ইবাদত-বন্দেগী করা। তেইশের রাতে চাঁদ বড় গামলার [অর্ধেকের] ন্যায় হয়। আলো ¯িœগ্ধ ও কোমল হয়। দেহ মনে ইবাদতের অনুরাগ বহু গুণে বর্ধিত হয়।
হযরত আবদুল্লাহ ইবনে উনাইস জুহানী (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: বলেছেন : ‘আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, অতঃপর তা ভুলিয়ে দেয়া হয়েছে। আমি দেখেছি, আমি সে রাতের সকালে পানি ও মাটিতে সিজদাহ করছি। বর্ণনাকারী বলেন, তেইশ তারিখের রাতে বৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সা: আমাদের সাথে সালাত আদায় করে ঘুরে বসেন। তখন তাঁর কপাল ও নাকের ওপর পানির ও মাটির আলামত ছিল। তিনি বলেন : আবদুল্লাহ ইবনে উনাইস বলতেন; সেটা ছিল রমজানের তেইশ তারিখ। (সহীহ মুসলিম : হাদীস নং-১১৬৮; মুসনাদে আহমাদ : খ- ৩, পৃষ্ঠা ৪৯৫; সুনানে আবু দাউদ : হাদীস নং- ১৩৭৯)
ইমাম মালেক (রহ:)-এর মুয়াত্তার এক বর্ণনায় আছে, একদা আবদুল্লাহ ইবনে উনাইস রাসূলুল্লাহ সা:-এর খেদমতে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সা:। আমি খুব দূরের লোক। আমাকে একটি রাতের নির্দেশ দেন, যেন আমি আপনার খেদমতে উপস্থিত হতে পারি। তিনি বললেন : তুমি রমজানের তেইশের রাতে আস।’ (মুয়াত্তা ইমাম মালেক : খ- ১, পৃষ্ঠা ৩২০)।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রমজানে ঘুমিয়েছিলাম। আমাকে নিয়ে আসা হলো। বলা হলো আজ কদরের রাত। তিনি বলেন : আমি তন্দ্রাসহ দাঁড়িয়ে রাসূলুল্লাহ সা:-এর তাঁবুর রশি ধরে তাঁর নিকট আগমন করলাম। তিনি সালাত আদায় করছিলেন। তিনি বলেন : আমি লক্ষ করলাম সে রাত ছিল তেইশের রাত। আমি চাঁদের দিকে দেখলাম, আমি তা গামলার অর্ধেক টুকরার ন্যায় দেখলাম। আবু ইসহাক সাদিহী বলেছেন, তেইশের রাতে চাঁদ অনুরূপ হয়। (মুসনাদে আহমাদ : খ- ১, পৃষ্ঠা ২৫৫; ইবনে আবি শায়বাহ : খ- ২, পৃষ্ঠা ২৫০; তাবরানী কিল কাবীর : খ- ১১, পৃষ্ঠা ২৯২; হাদীস নং-১১৭৭৭; মাযমাউয যাওয়ায়েদ : খ- ৩, পৃষ্ঠা ৭৬, সুনানে নাসাঈ : হাদীস নং-৩৪১১;)
হযরত আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা রাসূলুল্লাহ (সা:)-এর নিকট লাইলাতুল কদরের আলোচনা করলাম। তিনি বললেন : তোমাদের মধ্যে কে স্মরণ করতে পারে সে সময়ের কথা যখন চাঁদ উদিত হয় গামলার অর্ধেক টুকরার ন্যায়? (সহীহ মুসলিম হাদীস নং-১১৭০)। এতে বোঝা যায় যে, সাহাবায়ে কেরাম ইবাদত-বন্দেগী ও জিকির করার উদ্দেশ্যে ফজিলতপূর্ণ রাত অন্বেষণ করতেন এবং সে সম্পর্কে রাসূলুল্লাহ সা:কে জিজ্ঞেস করতেন। অতএব তেইশে রমজানের রাতে লাইলাতুল কদর তালাশ করার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটাই আজকের একান্ত কামনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।