বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে ভাইকে না পেয়ে বোনকে গুলি করে খুনের ঘটনার আট মাস পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. মামুন (২৪) ওই ঘটনায় কিরিচ হাতে অংশ নিয়েছিল। পুলিশ জানায়, ক্লোজ সার্কিট ক্যামেরায় ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। গতকাল রোববার নগরীর চান্দগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত বছরের ১১ মে রাতে নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসা বুবলী আক্তার (২৮) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়।
খুনিদের টার্গেট ছিল বুবলীর ভাই হাসান। তবে হাসান তখন বাড়িতে ছিল না। বুবলীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি শাহ আলম হত্যাকা-ের ছয় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যায়। হত্যাকা-ের পর পাবনায় পালিয়ে যায় মামুন। শনিবার রাতে চট্টগ্রাম আসার পর তাকে ধরতে অভিযানে নামে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।