রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নে সালিশ বৈঠকে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত ব্যক্তি একই গ্রামের আনজব উল্লাহ (৬০)। ঘটনাটি গত বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের হরিশ্যাম গ্রামের নুর মিয়ার বাড়িতে ঘটে। জানা যায়, গত কয়েকদিন আগে ইউনিয়নের সাবেক মেম্বার আহমদের জমিতে শ্রমিক হিসেবে ধান রোপন করতে যান আনজব উল্লাহসহ কয়েকজন। কিন্তু জমিতে পানি বেশী থাকায় তারা ধান রোপনে অনীহা প্রকাশ করেন। কিন্তু আহমদ মেম্বার তাদেরকে ধান রোপন করতে জোর করলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এ ঘটনা সমাধানের লক্ষ্যে গত বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশের এক পর্যায়ে আহমদ মেম্বারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আনজব উল্লাহকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে লাশের। এ ব্যাপারে বারাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।