রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাঙ্গুনিয়ায় চম্পা চাকমা নামে এক এনজিও কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়। নিহত ঘাতকের নাম এনাম। রাঙ্গুনিয়ায় এনাম (৩০) নামে এক গ্রাহক প্রকাশ্যে ছুরিকাঘাতে পদক্ষেপ নামের এনজিও সংস্থার একজন কর্মীকে খুন করা হয়েছে। ঘটনাটি হয় গত রোববার রাতে। জানা যায়, নিহত এনজিও কর্মী চম্পা চাকমা (২৯) তিনি পদক্ষেপ এর কেন্দ্রের রাঙ্গুনিয়ার ধামাইরহাট হোসনাবাদ ব্রাঞ্চের ঋণ কর্মী ছিলেন। তিনি রাঙামাটি বন্দুকভাঙা এলাকার শান্তিময় চাকমার মেয়ে। স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, ঘাতক পারুয়া কালিমন্দির এলাকার নুরুজ্জামানের ছেলে। সে পলাতক রয়েছে। রাঙ্গুনিয়ার ওসি মাহবুব মিলকী বলেন, রাত প্রায় ৯টার দিকে লালানগর একটি ব্যাংকের পাশে পদক্ষেপ অফিস থেকে কাজ শেষে চম্পা চাকমা তার একজন সহকর্মীকে নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তার সহকর্মীরা চট্টগ্রাম মেডিকেলে কলেজের ভর্তির দেড় ঘণ্টা পরে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।