রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়নগঞ্জের মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচারের দাবিতে মানিকগঞ্জে সুজনের মানববন্ধন।
গতকাল সোমবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা শাখার সহ-সভাপতি ইকবাল হোসেন কচি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রচার সম্পাদক আকরাম হোসেন, দৈনিক টেলিগ্রামের সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম সুজন, কৃষক নেতা নজরুল ইসলাম, দিশারীর দপ্তর সম্পাদক মহসীন আহম্মেদ মাতৃক, শিক্ষা সম্পাদক ইয়ারুল খান ইমন, বারসিক নেত্রী ফিরোজা খাতুন, এনসিটিএফের সভাপতি নুসরাত জাহান ইভাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, ত্বকী হত্যাকান্ডের দুইজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে কোথায়, কখন, কারা, কীভাবে এবং কেন ত্বকীকে হত্যা করা হয় তার বর্ননা দিলেও অজ্ঞাত কারণে এই হত্যাকান্ডের অভিযোগপত্র দেয়া হয়নি। তারা অবিলম্বে ত্বকী, সাগর-রুনি, সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।