Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

মিজানুর রহমান তোতা

কবিতার নিখাঁদ ভালোবাসা

জীবনছন্দ চিন্তার সম্ভার রূপ প্রেম ভালোবাসা
বিস্তীর্ণ ভুবনে নীরবে নিভৃতে অনবদ্য রচয়িতা
রসবোধের ছবি।
ক্লান্তিহীন দেহে নতুন স্বপ্নের বীজ বপনে মুগ্ধ
হৃদয়ের গহীনে প্রচন্ড নাড়া দেয় ক্ষণে ক্ষণে
কবিতার প্রেম।
রসের হাঁড়ি ভরে দেয় বোধ অবোধের নির্যাস
কোথায় লুকিয়ে সারা শরীরে তোলে তুফান
অমূল্য লাবণ্য।
কোনরূপ কার্পণ্য নেই হাতের ছোঁয়ায় অবিরত
কিলবিল করে সমস্ত অনুভুতি ভাবনাহীন দর্শন
দুঃস্বপ্ন দেয় দৌড়।
সুখানন্দে হারানো ভালোবাসার ডালিটা ভরপুর
নিজেকে লুকিয়ে স্বাদ গন্ধ প্রেমে ব্যতিক্রমী
কবিতার নিখাঁদ ভালোবাসা।
তুমি কবিতার কবি যুগ যুগ থাকো আপন ভুবনে
লেখনি শক্তির উৎসে দাও অফুরান অনুপ্রেরণা
লেখক কবি সাহিত্যিক সাংবাদিক হিসেবে আমি
বাঁচতে চাই অনন্তকাল।


পাপেল কুমার সাহা
মহাজাগতিক প্রাচীন ভালোবাসা

উন্মুক্ত হয়ে তোমার কাছে এসেছি আজ
আমার কর্ণ স্থিত হয়ে অপেক্ষা করছে
তোমার সুপ্ত ভাষার ব্যক্ত প্রকাশের জন্য
তোমাকে সম্প্রসারিত করে
আমাকে সম্পৃক্ত কর, তোমার আষ্ঠে-পৃষ্ঠে
তোমার আবেগের উত্তাপে
আমাকে ঝলসিয়ে দাও
আমি যে তোমার ভালোবাসার
দোসর হতে প্রস্তুত।
তোমার অন্দরমহলে আমি
বিচরণ করবো নুপুর পায়ে
নুপুরের ঝংকার আওয়াজে,
প্রকম্পিত প্রকটে
আমরা ভুলবো পার্থিব পৃথিবী।
আমার ফুলেল ভালোবাসা
তোমার ভ্রমর ভালোবাসার
জন্য প্রহর গুণছে।
আজ তোমার ভালোবাসার ঔদ্ধত্য
আমার কোমলতা, উষ্ণ অভ্যূত্থনায়
গ্রহণ করবে।
শুধু একটা কথা---
তোমার চোখের দিকে
আমাকে তাকাতে বলোনা
তুমিতো জানো, লজ্জা-ই আমাকে খেলো
আজ তোমার মাধ্যমে আমার মধ্যে
সৃষ্টি হবে আমাদের পরম্পরা
পৃথিবী পাবে নতুন অতিথি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবিতা

২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১৯ আগস্ট, ২০২২
১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন