Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গোপালগঞ্জে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বকেয়া দোকান ভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়া খালাতো ভাইয়ের হাতে দোকান মালিক মো. শামছুল আলম মানু খুন হয়েছেন। বুধবার বিকেলে কাশিয়ানী উপজেলা সদরের জলকার পাড়ায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ ভাড়াটিয়া এইচএম মাসুদুর রহমান সোহাগকে (৩০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সোহাগ সম্পর্কে মানুর আপন খালাতো ভাই। সোহাগ যশোর সদর থানার পুরাতন কসবা এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন মিয়ার মেঝ ছেলে সউদি প্রবাসী মো. শামছুল আলম মানু তার ভবনের নিচতলায় একটি দোকানঘর খালাতো ভাই সোহাগকে ভাড়া দেন। সম্প্রতি তিনি সউদি থেকে দেশে এসেছেন।
বুধবার বিকেলে তিনি সোহাগের কাছে বকেয়া দোকান ভাড়া চাইতে যান। তখন ভাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ রড দিয়ে মালিক মানুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা মানুকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ