বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় হঠাৎ করে খুন-খারাপী বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে। বিচ্ছন্ন এই খুন-খারাপী আইন-শৃংখলা রক্ষাকারী সদসদ্যদের পক্ষে ঠেকানো সম্ভব নয়। তবে তারা দ্রুত আসামী গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে পারেন। বিলম্ব হলে নানা আসামী বাদী পক্ষের উপর নানা রকম ভয়-ভীতি চাপ প্রয়োগ করে মামলা তুলে নেওয়ার জন্য। অসহায় অনেকে এই চাপ মেনে নিয়ে মিমাংশাযোগ্য মামলা না হলেও মিমাংশা করতে বাধ্য হন। গত বছর নভেম্বর মাসে ৪ জন, ডিসেম্বর মাসে ৬ জন, চলতি বছর জানুয়ারী মাসে ৪ জন এবং ফেব্রুয়ারি মাসে প্রথম ১০ দিনে ৩ জন খুন হয়েছেন। মুক্তিযোদ্ধা, অপহৃত স্কুল ছাত্র, রাজনীতিক ব্যক্তি, নারী-পুরুষ মিলিয়ে ৩ মাসে ১৭ জন হত্যার শিকার হন। গত ৬ ফেব্রয়ারী রাতে পাকশী রূপপুরে বাড়ির গেটেরে সামনে মুক্তিযোদ্ধা ও পাকশী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সেলিমকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে । এই হত্যাকান্ডের পর পুলিশ সন্দেহভাজন একই ইউনিয়নের যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকি ওরফে আরজুকে গ্রেফতার করে। ৭ ফেব্রুয়ারী মাছ ধরাকে কেন্দ্র করে পাবনার চর শিবরামপুরে কৃষক লীগ নেতা খাইরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পাবনার বেড়া পৌর এলাকায় ২ ফেব্রুয়ারী স্বামীর নির্যাতনে মারা যান আদুরী খাতুন । চাটমোহর উপজেলায় ১৬ জানুয়ারী মহিষ চুরি করে একটি কার্ভাডভ্যানে করে পালানোর সময় বৃদ্ধ রব্বান আলী (৬৫) দেখে ফেললে তাকে চাপা দিয়ে চলে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ১৬ জানুয়ারী আতাইকুলা থানা শ্রীপুর গ্রামে হাফিজুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২০ জানুয়ারী মালিগাছা ইউনিয়নের রূপপুর নামক গ্রামে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২২ জানুয়ারী পাবনা শহরে পৈলানপুরে অটো সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে ক্ষমতাসীন দলের ২ পক্ষের সংঘর্ষে নিহত অরিন(১৮)। গত ২ ডিসেম্বর সুজানগরে সুদের টাকা দিতে না পারায় পিটিয়ে হত্যা করা হয় কাশিনাথ হালদারকে। ৭ ডিসেম্বর হামিম হোসেন মিম নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয় । ১০ ডিসেম্বর স্বামীর নির্যাতনে মারা যান গৃহবধূ সীমা আক্তার, ১২ ডিসেম্বর নিখোঁজের ২দিন পর পাবনার ঈশ্বরদী উপজেলা মুলাডুলি গ্রামে স্বেচ্ছাসেবকলীগের সমর্থক আসাদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ৬ নভেম্বর রাতে পাবনা এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ২য় বর্ষের ছাত্র মিশকাত মিশু এডওয়ার্ড কলেজ প্রাঙ্গনে দুর্বৃত্তদের হাতে নিহত হন। ৭ নভেম্বর আতাইকুলা থানা এলাকায় সোহেল হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা । ২০ নভেম্বর বাবলু নামে এক ব্যক্তিকে বেড়ার হাটুরিয়া গ্রামে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ৩০ নভেম্বর আতাইকুলা থানাধীন দুবলিয়া আবির মাহমুদ অনিকে হত্যার পর তার লাশ পুঁতে রাখা হয়। পুলিশ লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।