নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০২২ বিশ্বকাপ ফুটবল হবে কাতারে। আর যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক আমেরিকা, কানাডা, মেক্সিকো। ২০২২ সালের ২১ নভেম্বর বিশ্ব ফুটবলের মেগা এই টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। কাতার বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল। এগুলো আগেরই জানা। আগের কথাই নতুনভাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানালেন, ৩২ নয় কাতার বিশ্বকাপে দেখা মিলতে পারে ৪৮ দল।
মেগা এই টুর্নামেন্টের জন্য ৮ থেকে ১২টি ভেন্যু প্রস্তুত করছে কাতার। ৫ থেকে ৮টি শহরে হবে পরের বিশ্বকাপের ম্যাচ। ২০২৬ সালের বিশ্বকাপে আমেরিকা-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে অংশ নিতে পারে ৪৮টি দেশ। যেখানে ১৬টি ভিন্ন শহরে ভেন্যুর সম্ভাব্য সংখ্যা ধরা হয়েছে ১৬টি। কাতার বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে ফিফা প্রেসিডেন্ট জানালেন, ‘কাতারিরা ৪৮ দলের বিশ্বকাপ ধারণা নিয়ে কাজ করছে। তারা এটা নিয়ে ইতিবাচক। ফেডারেশনের প্রায় সবাই এটাকে সমর্থন করেছে। তবে আপনাকে এর জন্য সাংগঠনিক শক্তি যাচাই করতে হবে। শুধু কাতারে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সহায়তা নিতে হতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘৪৮ দলের অংশগ্রহণের বিষয়টা এখনই বলা যাচ্ছে না। কাতারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তবে ৩২ নাকি ৪৮টি দল থাকবে, তা আলোচনা করে জানানো হবে। ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের। এর আগে ২০২২ সালের বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিতে পারলে সেটা হবে বিশ্ব ফুটবলের জন্য ভালো একটি দিক। তাহলে কেন ৪৮ দলকে এখানে সুযোগ দেওয়া হবে না? আমরা চেষ্টা করছি চার বছর আগেই যদি ৪৮ দলকে খেলিয়ে সবাইকে খুশি করা যায় সে পরিকল্পনায় এগুতে।’
এদিকে, মধ্যপ্রাচ্যের অনেক প্রতিবেশি দেশের সঙ্গেই কাতারের রাজনৈতিক সম্পর্ক খারাপের দিকে। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশের সহায়তা কিভাবে পাবে কাতার, এই প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ‘আমরা ফুটবল নিয়ে আছি, রাজনীতি নয়। আমরা দেখব কি করা যায়।’
২৮ দিনেই শেষ হবে কাতার বিশ্বকাপ আসর। ফিফা জানায়, জুন-জুলাইয়ে কাতারের আবহাওয়া বেশ গরম থাকে। তাই সময় পরিবর্তন করে নভেম্বর-ডিসেম্বরে এটা আয়োজন করতে হচ্ছে। যেখানে পুরো স্টেডিয়ামই থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।