শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
পারভীন রেজা
স্বাধীনতা আসে
শিমুল ঝরার পরে
স্বাধীনতা আসে লাল ফুল সব
হারিয়ে যাবার সাথে।
স্বাধীনতা আসে কবিতার পলে পলে।
স্বাধীনতা আসে,
প্রেমিকার স্বপ্নীল আঁখি জুড়ে
তপ্ত বুকের শীলত পাটি হয়ে,
রোদে ঝলসানো পৃথিবীল বুকে
সাদা মেঘের বৃষ্টিাধারা লয়ে
স্বাধীনতা আসে, আহত বাবার
উপহার হয়ে, অন্ধ মায়ের
দৃষ্টি দেবার দৃঢ় শপথে
স্বাধীনতা আসে প্রতিটি জীবনে
নিশ্চিত মশাল জ্বালিয়ে।
স্বাধীনতা আসে অমানিশা ভেঙে
প্রতিক্ষীত মিস্টি সকালে।
রহমান খলিল
স্পর্শ
দুঃখটায় বিজারন ঘটে
মহুয়ার গন্ধে
লুকচুরি খেলা হৃদয়টা
বড়ই স্পর্শকাতর
যেন নিউটনের গতির-
দ্বিতীয় সুত্র।
হৃদয়ে বেড়ে ওটা ভাললাগা
আরও ফলবতী হয়।
তোমার পবিত্র স্পর্শে
নিমিশেই শেষ হয়,
অস্থিরতার উঠান চাষ
সেই ভ‚মিতেই-
যুগল আত্মার বসবাস।
উজ্জ্বল দত্ত
বৃষ্টি চাই
এক পশলা বৃষ্টি চাই
হিজলের বনে পাহাড়ি লতায়
দূর্বা ঘাসে দাউ দাউ আগুনে,
বৃষ্টি চাই এক পশলা বৃষ্টি!
ঝলসানো খাঁ খাঁ রৌদ্রে
পোড়া মাটির চৌচির নিরলস দেহে
বাঁশ বাগানে ফুল বাগানে
নদীর বুকে সাগরের পানে
ফসলের টানে কৃষকের ডাকে
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
খেটে খাওয়া আমার
গরীব বাংলাদেশে।
বৃষ্টি নামুক ফাগুনে বৃষ্টি চাই চৈত্রে
বৃষ্টি নামুক পাগলা হাওয়ায়
অমাবস্যায় পূর্ণিমায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।