Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

পারভীন রেজা

স্বাধীনতা আসে

 

 

শিমুল ঝরার পরে

স্বাধীনতা আসে লাল ফুল সব
হারিয়ে যাবার সাথে।
স্বাধীনতা আসে কবিতার পলে পলে।
স্বাধীনতা আসে,
প্রেমিকার স্বপ্নীল আঁখি জুড়ে
তপ্ত বুকের শীলত পাটি হয়ে,
রোদে ঝলসানো পৃথিবীল বুকে
সাদা মেঘের বৃষ্টিাধারা লয়ে
স্বাধীনতা আসে, আহত বাবার
উপহার হয়ে, অন্ধ মায়ের
দৃষ্টি দেবার দৃঢ় শপথে
স্বাধীনতা আসে প্রতিটি জীবনে
নিশ্চিত মশাল জ্বালিয়ে।
স্বাধীনতা আসে অমানিশা ভেঙে
প্রতিক্ষীত মিস্টি সকালে।

রহমান খলিল
স্পর্শ

দুঃখটায় বিজারন ঘটে
মহুয়ার গন্ধে
লুকচুরি খেলা হৃদয়টা
বড়ই স্পর্শকাতর
যেন নিউটনের গতির-
দ্বিতীয় সুত্র।
হৃদয়ে বেড়ে ওটা ভাললাগা
আরও ফলবতী হয়।
তোমার পবিত্র স্পর্শে
নিমিশেই শেষ হয়,
অস্থিরতার উঠান চাষ
সেই ভ‚মিতেই-
যুগল আত্মার বসবাস।

উজ্জ্বল দত্ত
বৃষ্টি চাই

এক পশলা বৃষ্টি চাই
হিজলের বনে পাহাড়ি লতায়
দূর্বা ঘাসে দাউ দাউ আগুনে,
বৃষ্টি চাই এক পশলা বৃষ্টি!
ঝলসানো খাঁ খাঁ রৌদ্রে
পোড়া মাটির চৌচির নিরলস দেহে
বাঁশ বাগানে ফুল বাগানে
নদীর বুকে সাগরের পানে
ফসলের টানে কৃষকের ডাকে
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
খেটে খাওয়া আমার
গরীব বাংলাদেশে।
বৃষ্টি নামুক ফাগুনে বৃষ্টি চাই চৈত্রে
বৃষ্টি নামুক পাগলা হাওয়ায়
অমাবস্যায় পূর্ণিমায়।



 

Show all comments
  • মাসুদুর রহমান (শাওন) ১৮ জানুয়ারি, ২০১৯, ৫:২০ এএম says : 0
    আমিও আপনার পত্রিকায় কবিতা প্রকাশ করতে চাই। নিয়মটা জানাবেন।
    Total Reply(0) Reply
  • Mahmudul Mannan Tarif ২০ জানুয়ারি, ২০১৯, ৭:৪১ পিএম says : 0
    দোহাই তোমার লাগে //////////// মাহমুদুল মান্নান তারিফ দয়াময় তুমি ক্ষমাকরে দাও বুকে যতো জমা দুখ, কৃত অপরাধে শরমিন্দা হয়ে চায় ততো ক্ষমা বুক। মনের অজান্তে দোষত্রুটি যতো হয়েছে সমান গিরি, দয়াগুণে রব মুছে ফেলো সব লজ্জার কমান সিঁড়ি। পৃথিবীতে যতো জীবের জীবৎ তোমার করুণা পায়, সকলের নীচে ভেবেছি আমারে আঁধার বরুণা প্রায়। না জেনে অনেক ভুল করেছিও জানা ভুলে মন ব্যস্ত, শোধরিয়ে দাও মনের কালেমা তব হাতে মন ন্যস্ত। আমাকে সৃজেছো তুমি দয়াময় আমি চাই তব দয়া, সরাও আমার মনের খারাবি ফের চাই হবো নয়া। জগতের বোঝা চাইনাকো হতে চাই হতে তার হিত, প্রশমিত করো মনের বেদনা হই না যে আর ভীত। সুউচ্চ তোমার আরশ আসন দোহাই তোমার লাগে, মনের আঁধার করে দাও দূর তুমি ওগো অনুরাগে। রচনাঃ ২০ মার্চ ২০১৭
    Total Reply(0) Reply
  • Abu taher Ahmed farhan ৯ মার্চ, ২০২০, ৯:৩২ পিএম says : 0
    ✍ ওহে ভাই নৌকা মাঝি! দেবে তো সাগর পাড়ি একটু ভেবে চিন্তা করো নৌকা টিকে চেকটি করো! সাগরের অনেক ঢেউ পাবেনা সেথায় কেউ! যদি হয় নৌকা ভালো জীবনটা রেহাই পেলো।
    Total Reply(0) Reply
  • Abu taher Ahmed farhan ৯ মার্চ, ২০২০, ৯:৩২ পিএম says : 0
    ✍ ওহে ভাই নৌকা মাঝি! দেবে তো সাগর পাড়ি একটু ভেবে চিন্তা করো নৌকা টিকে চেকটি করো! সাগরের অনেক ঢেউ পাবেনা সেথায় কেউ! যদি হয় নৌকা ভালো জীবনটা রেহাই পেলো।
    Total Reply(0) Reply
  • Abu taher Ahmed farhan ৯ মার্চ, ২০২০, ৯:৩২ পিএম says : 0
    ✍ ওহে ভাই নৌকা মাঝি! দেবে তো সাগর পাড়ি একটু ভেবে চিন্তা করো নৌকা টিকে চেকটি করো! সাগরের অনেক ঢেউ পাবেনা সেথায় কেউ! যদি হয় নৌকা ভালো জীবনটা রেহাই পেলো।
    Total Reply(0) Reply
  • Abu taher Ahmed farhan ৯ মার্চ, ২০২০, ৯:৩৩ পিএম says : 0
    ✍ ওহে ভাই নৌকা মাঝি! দেবে তো সাগর পাড়ি একটু ভেবে চিন্তা করো নৌকা টিকে চেকটি করো! সাগরের অনেক ঢেউ পাবেনা সেথায় কেউ! যদি হয় নৌকা ভালো জীবনটা রেহাই পেলো।
    Total Reply(0) Reply
  • মাহমুদুল মান্নান তারিফ ১৩ জুন, ২০২১, ১২:২৪ এএম says : 0
    কাবার পানে (সঙ্গীত) মাহমুদুল মান্নান তারিফ কাবার পানে থাকতে চেয়ে ইচ্ছে আমার হয়, কাবার দিদার ছাড়া আমার কিসের পরিচয়? বাইতে পারে হৃদয় মাঝি ভালোবাসার দাঁড়, চাইলে কি আর যাইতে পারে সাত সাগরের পাড়? হৃদয় আমার ব্যাকুল যে গো কেমনে বলো সয়, নবীর দেশে নাইবা গেলে আশার হবে ক্ষয়। কেবল শুনি মনের মতন আল্লাহ পাকের ঘর, তাওয়াফ করলে শীতল হতো মনের বালুচর। একবার হলে দেখতে পারতাম ওগো দয়াময়, মরণকালে আশা নিয়ে কবর করতাম জয়।
    Total Reply(0) Reply
  • এম এম তারিফ ১৪ জুন, ২০২১, ১১:৪১ পিএম says : 0
    বরষার ডাক মাহমুদুল মান্নান তারিফ ছোটছোট ছেলে করে নদী জলে খেলা, বরষার ডাকে তারা ছেড়ে দিয়ে হেলা। নাচা-নাচি করে তারা, তটিনীর পাড়ে, জলে ডুব দিয়ে ধরে, পা অথবা ঘাড়ে। তীরে করে গড়াগড়ি, মাটির কাদায়- কেউ কারো ঘাড় ধরে খুশিতে কাঁদায়। জাল টেনে কেউ ধরে জলাশয়ে মাছ, ওঠে শত টোপাপানা ছোট পোনামাছ। কৃষক-কৃষাণী যারা ছেড়ে দিয়ে কাজ, বসে আছে ভয়ে ঘরে, আষাঢ়ের বাজ! আকাশের জল পড়ে, রোদেলা দুপুর! চামেলি মাটিতে পড়ে, পায়েতে নূপুর। খাল-বিল জলে ভরে বরষার কালে, মিটিমিটি হাসে রোদ সকাল-বিকালে। আকাশের নীলিমায় মেঘ-মালা ঘোর, জল পড়ে পাতা নড়ে আষাঢ়ের ভোর!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবিতা

২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১৯ আগস্ট, ২০২২
১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন