Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৭ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা জামাল উদ্দিন আকবরকে (৩৫) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পুলিশ বলছে, দলীয় কোন্দলের কারণেই এই নির্মম হত্যাকান্ড। সোমবার রাতে উপজেলার কোলাগাঁও টেক এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
জামাল উদ্দিন আকবর কোলাগাঁও ইউনিয়নের মরহুম ইয়াছিন আলীর ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি পটিয়ার আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অনুসারী ছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামতউল্লাহ সাংবাদিকদের জানান, রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে কোলাগাঁও টেক এলাকায় জামালকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হত্যাকান্ড জড়িতরাও সরকার দলীয় রাজনীতিতে যুক্ত। তবে ব্যবসায়িক বিরোধে হত্যাকান্ড- হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
স্থানীয় সূত্র জানায়, কোলাগাঁও এলাকায় জাহাজ নির্মাণ কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ ব্যবসা নিয়ে শাহীন উল্লাহ নামে একজনের সঙ্গে তার বিরোধ ছিল। সেই বিরোধে আগেও একটি হত্যাকান্ড হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ