বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অভ্যন্তরীণ দ্বন্দ্বের যশোর শহরে যুবক খুন হয়েছে। গতকাল সকালে পুরাতন কসবা কাজীপাড়া এলাকা স্কুলের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পুলিশ জানায়, হত্যাকান্ডের শিকার যুবকটির নাম তাইজুল ইসলাম (২৭)। তিনি যশোর সদরের খোলাডাঙ্গা এলাকার হাফিজুর রহমানের পুত্র। গুলিতে তার মাথার পেছনের খুলি উড়ে গেছে। পুলিশ বলেছে, অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে তাইজেল খুন হয়েছে। গত ২৮ সেপ্টেম্বার পুরাতন কসবা কাজীপাড়ার যুবক সোহাগকে গলা কেটে হত্যা করে অভ্যন্তরীণ দ্বন্দ্বে। সোহাগ হত্যা মামলার দুই নম্বর আসামি ছিল তাইজুল। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে। আধিপত্য বিস্তারে পুরাতন কসবায় উঠতি সন্ত্রাসীদের মধ্যে দু’টি গ্রæপ রয়েছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।