বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুণ্ডে মহাসড়কে ডাকাতের ছুরিকাঘাতে এক ট্রাক চালক নির্মম ভাবে খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকুণ্ডে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড ইউনিয়নের (আনোয়ারা গেইট) মান্দারীটোলায় নামক এলাকায় একদল ডাকাত কৌশলে একটি ট্রাক থামিয়ে চালকের সর্বস্ব লুটে নিতে চেষ্টা করে। চালক এসময় বাধা দিলে ডাকাতদল তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে।
এবিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাঃ নুরুল করিম রাশেদ বলেন, ডাকাতদের ছুরিকাঘাতে আহত চালককে হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন,ডাকাতরা চালককে পায়ে ছুরিকাঘাত করেছে। কিন্তু আঘাত বেশি হওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে।
নিহত ট্রাক চালক মোঃ সরোয়ার(৪০)ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আলিনগর মিঠানগর গ্রামের বাসিন্দা দুদা কাজীর পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।