বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী এক ব্যবসায়ীকে খুন করে তার সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ও দক্ষিণ আফ্রিকা সময় সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. টিটু খান (৩৫)। সে মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মৃত হাসমত খানের ছেলে।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় টিটু খান ও তার অপর দুই ভাই রঞ্জু খান ও মিঞ্জু খান দক্ষিণ আফ্রিকায় ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ম্যাসিনা প্রদেশের মাসিছি শহরের দীর্ঘদিন ধরে অবস্থান নিজস্ব ব্যবসা পরিচালনা করতেন। শনিবার দিনভর ব্যবসা শেষে সন্ধ্যায় হিসাব নিকাশ শেষে দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হলে এক দল দুর্বৃত্ত এসে ধারালো চাকু দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন লুটে নেয় বলে বড় ভাই রঞ্জু খান জানিয়েছেন।
এদিকে টিটুর খুন হওয়ার খবর দেশে জানাজানি হলে বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। নিহত টিটু খানের মাগফিরাত নামে ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহত টিটুর মরদেহ দেশে পাঠানোর বলে আফ্রিকায় থাকা তার অপর ভাই মিঞ্জু খান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।