বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের তেলকুপি গ্রামে চোরের হাতে খাইরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ৪টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খাইরুন নেছা তেলকুপি গ্রামের মৃত এহসান মাষ্টারের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তেলকুপি গ্রামের মৃত এহসান মাষ্টারের তিন ছেলের দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন। তারা এলাকায় ঔষধের ব্যবসায় জড়িত। একজন শিক্ষকতা করায় শহরে বাস করেন। বৃদ্ধা খাইরুন নেছা দুই ছেলের সাথে গ্রামেই থাকেন। মেজ ছেলে তার শ্বশুর বাড়ি বেড়াতে গেলেও শুক্রবার রাতে ছোট ছেলে বাড়িতেই ঘুমিয়ে ছিল। রাত ৪টার দিকে খাইরুন নেছা ফজর নামাজের প্রস্তুতির জন্য ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হয়ে চোরের উপস্থিতি টের পান। এসময় তিনি দেখতে পান তার ছোট ছেলের ঘরের দরজায় বাহির থেকে শিকল লাগানো। এসময় চোরকে দেখে চিনে ফেলায় চোর বৃদ্ধা খাইরুনকে ধরে তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।