Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে মাদরাসায় জোড়া খুন

গাজীপুর থেকে মো. দেলোয়ার হোসেন : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার একটি মাদরাসায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহতরা হলো হুফ্ফাজুল কোরআন মাদরাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার (২৩) ও মাদরাসার নুরানী বিভাগের ছাত্র মো. মামুন (৭)। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদরাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বাসন থানার ওসি মো. মুক্তার হোসেন জানান, মঙ্গলবার সকালে চান্দনা এলাকায় জোড়া খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মাদরাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের বসত ঘরে লাশ দুইটি পড়েছিল। মাহমুদার গলায়, গালে ও কানে এবং মামুনের ঘাড়ে, মাথায় ও পিঠে ধারোলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি দা ও দা ধার দেয়ার কাজে ব্যবহৃত একটি কাঠের খন্ড উদ্ধার করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, প্রায় দুই বছর ধরে ইব্রাহিম ওই কোরআন হেফজ মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করছেন। মাদরাসার একটি কক্ষেই স্বপরিবারে বাস করেন তিনি। তিনি নিজেও ছাত্রদের কোরআন শিক্ষা দেন। এছাড়া ইব্রাহিম মাদরাসার পাশে কৃষিপল্লী জামে মসজিদে ইমামতি করেন।
ইব্রাহিম জানান, মঙ্গলবার ভোরে স্ত্রী মাহমুদা এবং তার দুই সন্তান হুযায়ফা (৫) ও আবু হুরায়রাকে (৩) বসত ঘরে রেখে তিনি পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে যান। নামাজ শেষে ঘরে ফিরে বিছানার উপর স্ত্রী মাহমুদা এবং দরজার কাছে মামুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে তিনি আর কিছুই জানেন না।
বাসন থানার এসআই আল আমিন মাদরাসার ছাত্র সাব্বিরের বরাত দিয়ে জানান, সোমবার রাতে হুজুরকে (ইব্রাহিমকে) উদ্ধার হওয়া দা টি ধার দিতে দেখেছে। আর মঙ্গলবার ভোরে ফজরের নামাজে যাওয়ার আগে সাব্বিরকে দিয়ে নিহত মামুনকে মাদরাসার অন্য কক্ষ থেকে হুজরের কক্ষে ডেকে পাঠায়।
নিহত মাহমুদার বাবা মো. হানিফ গাজী জানান, তার বাড়ি চাঁদপুর সদরে। ৬বছর আগে ইব্রাহিমের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। এটি যে ইব্রাহিমের দ্বিতীয় বিয়ে তা তারা জানতেন না। ৬/৭মাস আগে তার আগের বিয়ের খবর জানতে পারেন। ২০১০সালে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয় ইব্রাহিমের। কয়েক মাস আগে প্রথম স্ত্রী ইব্রাহিমকে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। মাহমুদার সঙ্গে ইব্রাহিমের দাম্পত্য সম্পর্ক খারাপ ছিলনা।
মামুনের মা আসমা জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাড়াবাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকুরি করেন তিনি। প্রায় এক বছর ধরে মামুন ওই মাদরাসায় লেখা পড়া করছে। শনিবার মামুন মাদরাসার বেতন ও হোস্টেলের খরচের টাকার জন্য রাজেন্দ্রপুরে মায়ের কাছে গিয়েছিল। পরে তিনি রবিবার বিকেলে টাকাসহ মামুনকে মাদরাসায় দিয়ে যান। বাবা শাহিদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হুজুরের মোবাইল থেকে তাকে কল করা হয় এবং তাকে দ্রুত মাদ্রাসায় আসতে বলে মোবাইল ফোনের লাইনটি কেটে দেয়। তবে কণ্ঠটি হুজুরের মনে হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও গাজীপুর সিটির ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটানাস্থল পরিদর্শণ করেছেন। এছাড়া গাজীপুর মেট্রো পুলিশ, র‌্যাব, সিটি ডিবি, পিবিআই, সিআইডির ক্রাইম সিনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, তদন্ত করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ