Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রস্তুতি’ সারল পিএসজি-লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মৌসুমের শুরুতেই বাজে সময় পার করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের ম্যাচে বাজেভাবে হারের পর গতকাল ঘরের মাঠে এইবারের বিপক্ষে হারতে হারতে ১-১ ড্র করেছে ডিয়েগো সিমিওনের দল। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের জন্য মোনাকো সফরের আগে দলের এমন পারফর্ম্যান্স নিশ্চয়ই ভাবাবে মাদ্রিদের দলকে। তবে ঘরোয়া লিগে শতভাগ জয় অক্ষুণ্য রেখে চ্যাম্পিয়ন্ন লিগের প্রস্তুতি রেখেছে লিভারপুল ও পিএসজি। দুই দিন পরই উইরোপিয়ান প্রতিযোগিতায় মুখোমুুখি হবে এই দুই দল।
গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের আগে থেকে লা লিগায় রানার্স আপ হয় অ্যাটলেটিকো। সেই দলটিরই কিনা নতুন মৌসুমে ৪ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। গতকাল ম্যাচের একেবারে শেষ শটে গোল করে অ্যাটলেটিকোকে পরাজয়ের হাত থকে বাঁচান লা লিগায় অভিষিক্ত বোর্জা গার্সেস। অথচ ৮৭তম মিনিটে করা সার্জি এনরিকের গোলে পূর্ণ পয়েন্টের স্বপ্নই দেকছিল সফরকারিরা। আগের ম্যাচে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হারে অ্যাটলেটিকো। চার ম্যাচে মাত্র এক জয়ের পরিসংখ্যান নিয়ে মঙ্গোলবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে সিমিওনের দল।
তবে অ্যাটলেটিকোর পথে নেই ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ও প্রিমিয়ার লিগের নতুন শক্তি নিয়ে হাজির হওয়া লিভারপুল। পরশু ঘরের মাঠে সাঁত-ইতিয়েনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। আর টটেনহামের মাঠ থেকে কাল ২-১ গোলের জয় ছিনিয়ে আনে অল রেডরা। দুই দলই লিগে পাঁচ ম্যাচের সব কটিতেই জিতেছে।
লাল কার্ডের দন্ডে পরশু ঘরের মাঠে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগ মহারণের কথা মাথায় রেখে ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও বিশ্রামে রাখেন কোচ থমাস টাচেল। এরপরও রেকর্ড জয় পেতে বেগ পেতে হয়নি একটুও। প্রথমার্ধে হুলিয়ান ড্রক্সলারের দারুণ হেডে এগিয়ে থাকে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে এডিনসন কাভানির সফল স্পট কিকের পর অ্যাঞ্জেল ডি মারিয়া ও মুসা দিয়াবির গোলে অনায়াস জয় পায় টাচেলের দল। দলটির দায়ীত্বে এসে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন টাচেল।
প্রিমিয়ার লিগে লিভারপুলও যেন রিতিমত উড়ছে। গত ২৮ বছরে নিজেদের ইতিহাসে এই প্রথম মৌসুমের শুরুর পাঁচ ম্যাচে তারা জয় পেল। এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখেন রবার্তো ফিরমিনো। প্রথমার্ধে জর্জিনিও উইজনালডামের হেডে এগিয়ে যায় লিভারপুল। ভিডিও রেফারির সহায়তা নিয়ে গোলের বাঁশি বাজার রেফারি। দ্বিতীয়ার্ধে কাছ ব্যবধান বাড়ান ফিরমিনো। কোচ ইয়ুর্গুন ক্লাপের অধীনে ৬১ গোলে সরাসরি অবদান রাখলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার (৩৮ গোল, ২৩ গোলে সহায়তা)।
স্কোরলাইন কঠিন লড়াইয়ের কথা বললেও আদতে ম্যাচ তেমন ছিল না। ঘরের মাঠে টটেনহাম বলের দখল নিয়ে খেললেও প্রতিপক্ষের ডি বক্সে সুবিধা করতে পারেনি। বেশ কটি সুযোগ হাতছাড়া করেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডন বুটজয়ী হ্যারি কেইন। অন্যদিকে পাল্টা আক্রমণে স্বাগতিক রক্ষণে ত্রাস ছড়ান মোহাম্মদ সালাহ-সাদিও মানে-ফিরমিনোরা। ম্যাচের একেবারে শেষ সময়ে পেনাল্টি পেয়ে স্পার্সদের হয়ে একটি গোল শোধ দেন এরিক লামেলা। তাতে অবশ্য তিন বছর পর দলের টানা পরাজয় এড়ানো যায়নি।
৫ ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে পিএসজি ও লিভারপুল। প্রতি ম্যাচেই তারা গোল করেছে তিনটি গড়ে। আনফিল্ডে মঙ্গোলবার দু’দলের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি তাই বাড়তি রোমাঞ্চের আভাস দিচ্ছে।
এক নজরে ফল
টটেনহ্যাম ২ : ১ লিভারপুল
হুয়েস্কা ০ : ১ রায়ো ভালকানো
অ্যাট. মাদ্রিদ ১ : ১ এইবার
পিএসজি ৪ : ০ সাঁত এতিয়েন
ডর্টমুন্ড ৩ : ১ ফ্রাঙ্কফুর্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিভারপুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ