Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিতা

| প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১২ এএম

সুমন আমীন
পদ্মার প্রতিশোধ

প্রথম প্রেমের মতো ভালো লাগা চোখে
অনিমেষ চেয়ে থাকি লুপ্ত ইতিহাসে
গাঙচিল স্বপ্নগুলো উড়ে তার বুকে
গোধূলির আলোছায়া প্রজাপতি ঘাসে।
পদ্মার স্রোতের টানে প্রত্মময় মন
হৃদয় ঝাঁকুনি দেয় ঈশাখাঁর তেজে
দুর্বার শপথে প্রেম বয় শনশন
ওই দেখো স্বাধীনতা বিক্রি করে কে যে।
শৃংখলের চুক্তি হাতে লোভী লাল চোখে
বল্ল­ভের হাতে নাচে মদের গেলাস
সিরাজের অসাধ্য এ কূটচাল রুখে
ইতিহাসে সমাহিত বীরের সে লাশ।
তাই ফুসে পদ্মা-ভাঙে অতীতের দায়
এখানে নিদ্রার ছলে মরণ ঘুমায়।

মালা মিত্র
নান্হা ফেরেস্তা

বছর নয়ের ফেরেস্তা হুরী পরী,
লিখে ছিল চারটি অক্ষর গহনে,
যন্ত্রণায় আজো জ্বলিপুড়ি,
সেই জ্বালে আগুন, সেই ঢালে পানি,
বল আমি কি করি, নিয়ে এই ছেঁড়া গাঁথাখানি?
‘নুর’ দিয়ে ঢেকে ছিল বিগত সকাল,
সে আলোয় আলোকিত আমার আজকাল !
পরী সে তো যা করে যতনে,
আবার তাতে দেয় লবণ,
উত্তরোত্তর বৃদ্ধি পায় আমার জখম !
ধরা নেই ছোঁয়া নেই
তবু প্রাণে প্রাণে কত কথা হয় !

এরশাদ জাহান
তালাক

অভাবের পিঞ্জর ভেঙে যদি পাও মুক্তির স্বাদ
আশার নিস্তেজ ডানায় উড়ার বল;
এবং প্রিয় কোন হাত
শোনাও তবে তালাকের গান!
তালাকে তালাকে ফোটাও কলেমার নয়া ফুল
তালাকে তালাকে মুছো অতিতের সব ভুল।
এক,দুই, তিন তালাকে
কিনে নাও পূর্ব পশ্চিম উত্তর
শুধু আমার জন্য রেখে দাও
তোমার তালাক আর দক্ষিণদুয়ারি ঘর।
আমি নাহয় তালাকে তালাকে ভাসি
কাঁদতে কাঁদতে হাসি, হাসতে হাসতে কাঁদি
আর তোমার তালাককেই ভালোবাসি।

টিপু সুলতান
পা থেকে ধূলো

কেবল হুপিং কাশিতে ছেপে গেল
একটা একটা রোগ,আহবান;
তারপর!পথে-পথে,মোড়ে মোড়ে
ক্ষুব্ধ ট্রিটমেন্ট ও বিব্রত আচরণ,
নগ্ন গর্ভের পুত্রক দ্বারা।
অথচ সেদিনকার ধূলোগুলো ছিল
বড্ড আনন্দের,
স্কুলগামী শিশুরা-আগামীর বসন্তীরঙ।


বুলাদাস
ত্যাগেই জীবন

কবিতারা সব আজ হারিয়ে গেছে;
একে একে ভুলে গেছি সব ভাষা।
বাস্তবতার ব্যস্ততা কঠিন করেছে মন
লেখালিখি সব শিকেয় তুলেছি
অনেক কিছুই বদলে যায়
হারিয়ে যায় চিরচেনা পথ,
চিরচেনা শখ!
মনের অলিতে গলিতে কেবলই দগ্ধতার বিচরণ!
না পাওয়া গুলো গুমরে মরে।
বিস্মৃতির অতলে স্মৃতির নুরি কুড়াই,
ক্লান্ত মনে কেবলই অপ্রাপ্তির খেলা।
এটাই নিয়ম! হয়তো নিয়তি!
আমি কন্যা,আমি জায়া,আমি জননী
সদা ব্রতি হবো সবার স্বপ্ন পূরণে
এভাবেই একদিন ভুলে যাবো নিজ কথা,
ভুলে যাবো একান্ত স্বপ্নের জাল বোনা।


রহমান খলিল
দ্বন্দ্ব

ভাবনা গুলি সত্যই
ফিকে হয় -
রং চটা জিন্সের মত।
শিল্পি আর মন দ্বন্দ্ব
মনের রং-এ রাঙ্গায় না আর-
রং তুলি।
মনের পচন,
সে পচন
এন্ট্রি বায়োটিক ও বেমানান
মন দিয়ে মন জয় ছাড়া
ঔষাধ, ডাক্তার, কবিরাজ -
একের পর এক ব্যর্থ হয়,
কবি, কবিতার ডাইরি-
এমনকি
এই সুন্দর পৃথিবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবিতা

২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১৯ আগস্ট, ২০২২
১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন