রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিজলায় শ্রীপুর গ্রামে মো. শহিদুল ইসলাম মোল্লাকে (৪৫) ২৮ আগস্ট দিবাগত রাতে র্দুবৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে খুন করে।
সরেজমিন গেলে শহিদের বড় বোন জামাতা ও আ.লীগ নেতা মো. ইসহাক আমিন ইনকিলাব প্রতিনিধিকে খুনের ঘটনাস্থল ঘুরে দেখান। তিনি বলেন, শহিদ তার স্ত্রী খালেদার বিছানায় ঘুমন্ত থাকা অবস্থায় মাথায় কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়। তার ঘরে সিঁধ কাটা দেখা যায়। এ ঘরে ঘুমিয়ে ছিল শহিদের ভাইর মেয়ে আছিয়া (১৬)। সে জানান আমি কাকির ডাকে জেগে তার কাছে গিয়ে কাকাকে রক্তাক্ত অবস্থা দেখে ডাক-চিৎকার করি এবং ঘরের দরজা খোলা দেখতে পাই। আমার চিৎকার শুনে লোকজন চলে আসে। কাকাকে তাৎক্ষণিক হিজলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আছিয়া আরো জানান, এ রাত্রে কাকা এক গাঁজাখোরকে মারধর করেছিল। শহিদের বড় ভাই মো. হারুন মোল্লা বাদী হয়ে হিজলা থানায় খুনের মামলা করেন।
এ ব্যাপারে হিজলা থানার ওসি এস এম মাকছুদুর রহমানকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গত ২৯ আগস্ট মামলা হয়েছে। মামলাটি ওসি (তদন্ত) মো. মইনুদ্দীনের তত্তা¡বধানে রয়েছে। শহিদের স্ত্রী খালেদাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে গতকাল নিজ বাড়িতে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।