রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পূর্বের শত্রুতার জের ধরে পার্বতীপুরের এক যুবক নিহত ও একজন আহত হয়েছে।
জানা যায়, পূর্বের শত্রুতা ও জমি জমার জের ধরে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘন শ্যামপুর ফুলেরঘাট বাজারে আল আমিন (৩২) নামে এক যুবক প্রতিপক্ষের হাতে খুন হুয়েছে। আহত হয়েছে একজন। পার্বতীপুর উপজেলার ঘন শ্যামপুর ফুলেরঘাট বাজারে আল-আমিন ও মনঞ্জুরুল ইসলামকে একাকি পেয়ে প্রতিপক্ষ সামুরাই ও পশু কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করলে আল-আমিন (৩২) গুরুতর আহত হলে রংপুর মেডিক্যাল হাসপাতারে মারা যায়। আহত মঞ্জুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার মরণাই মৌজার ১৫ থেকে ২০ একর আবাদি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান হত্যার বিষয় নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।