Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় পুলিশের সোর্স ও অটোচালক খুন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ২:৩৮ পিএম

কুমিল্লায় বিল্লাল নামের পুলিশের এক সোর্স ছুরকাঘাতে খুন হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন কেন্দ্রিয় ঈদগাহের পেছনে এঘটনা ঘটে। টহল পুলিশ এঘটনায় হৃদয় নামের এক যুবককে আটক করেছে। অপরদিকে একইদিন সকালে শহরতলীর চানপুর কেরানীবাড়ির পাশে গোমতী নদীর পাড় থেকে আলী আশরাফ নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শহরের জামতলা এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল একসময় স্বর্ণ কারিগরের কাজ করতো। মাস ছয়েক ধরে সে থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করছে। বিল্লালের স্ত্রী হামিদা জানান, বিল্লাল পুলিশের সোর্সের কাজ নেয়ার পর রাতে খুব একটা বাড়িতে আসতো না। ভোরে বা সকালে ঘরে আসতো। সোর্সের কাজ নেয়ার পর তার শত্রুও বেড়েছে। এদিকে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঈদগাহের পেছনে সিএনজি স্ট্যান্ডের পশ্চিম পাশে বিল্লালের শোর চিৎকারে টহল পুলিশ এগিয়ে এলে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার নাম হৃদয়। ওইসময় সে বিল্লালকে ছুরিকাঘাত করে। আহত বিল্লালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে সোর্সের কাজ করতো কিনা এবিষয়ে পুলিশ কিছু বলেনি।

অপরদিকে বৃহস্পতিবার সকালে শহরতলীর চানপুর গোমতী নদীর পাড় থেকে আলী আশরাফ নামের এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করে কোতয়ালী পুলিশ। নিহত আশরাফের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটি পাড়া গ্রামে। তার পিতার নাম হুজরা মিয়া। সে স্ত্রী সন্তান নিয়ে কুমিল্লা শহরের কালিয়াজুরি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন সকালে জানান, দুটো হত্যাকান্ড কী কারণে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হত্যার মোটিভ বের করতে কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ