বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতদের হাতে দুই নৈশপ্রহরী খুনের ঘটনায় দলের প্রধান মোক্তার হোসেনসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মঈনুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় তিনি জানান, গত রোববার ঢাকার মহাখালী, যাত্রাবাড়ী, ডেমরা, জয়দেবপুর ও সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৭০ হাজার টাকার ব্যাটারি, ৪টি সিম, ১টি ভাঙা মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দাবি করে পুলিশ সুপার জানান, ঘটনার দিন রাত ২ টার দিকে এই চক্রটির ১১ সদস্য ল²ণখোলা বাজারে এসে প্রথমেই দুই নৈশপ্রহরী রায়হান উদ্দিন ও মোতালেবকে হাত-পা বেঁধে ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।