বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় মাদরাসা শিক্ষার্থীর ছুড়িকাঘাতে খুন হয়েছে অপর কিশোর মাদরাসা শিক্ষার্থী রাজিব খলিফা (১১)।
এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের সুগডুগী মোহাম্মদপুর হিফজুল কুরআন দীনিয়া মাদরাসা এলাকায়। স্থানীয়রা ঘটনার পর পরই আবু বকর (১৫) নামে ওই মাদরাসার শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোবাইলে কথা বলা নিয়ে বাক দু’জনের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আবু বকর, রাজিব খলিফা বুকে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে সে মারাতœক জখম হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রাজিব ওই ইউনিয়নের বরকতিয়া গ্রামের লিটন খলিফার পুত্র। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনার সাথে সম্পৃক্ত আবু বকর আটক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।