Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদাবলি

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্বজিৎ মন্ডল
অন্ধকারের তৃষ্ণা

কখন আলোকবর্ষের দিকে ভাবিনি, আমার পুনর্জন্ম...
একাই তো হেঁটেছি এতকাল
আজ স্বজন এসে দাঁড়াতেই বদলে গেল পথ
সঙ সেজে বেরিয়ে গেল, আমার অবয়ব
অথচ দ্যাখো,একা ন্যুব্জ আমি
তোমার তেইশের দুরন্ত পৃষ্ঠায় এঁকে গেছি
অবিনাশী ঢেউ
ততক্ষণে একদল ক্লাউন শহরজুড়ে লিখে ফেলেছে
আশ্চর্য ট্রাপিজ...

রকি মাহমুদ
আষাঢ়স্য রাগমোচন

নীল নিসর্গে আছড়ে পড়ে বেদনার্ত চোখের ফোকাস
সমাহৃত সন্ধ্যার ঠিকরে পড়া সৌন্দর্যে আপ্লুত হৃদয়
জীবনের চালা ঘরে আহত ভাবনার নীলাভ বুদ্বুদ
টেলিফোনিক ক্ষমতা খুঁজে নেয় মোহাচ্ছন্ন অনন্য চন্দ্রানন
স্বপ্নচঞ্চল পুলকিত আত্মা নিত্য সন্দেহের কাঁটায় বিদ্ধ
অনামি ঠিকানায় নগ্ন কড়া নাড়ে নিঃশব্দে বেড়ে উঠা পাপ
আষাঢ়স্য মত্ত পূর্ণিমা গর্বোদ্ধত রাগমোচনে নিমগ্ন
সারা অবয়ব তার মিহিশব্দের ছন্দসিক্ত ব্যস্ততার বিন্দু বিন্দু ঘাম।

হুমায়ুন গালিব
একবার বুকে

একবার বুকে মুখ লুকিয়ে দেখো
আকাশ ছাড়া এমন মায়াবী
বিশাল মন কার আছে, শুধু আমি ছাড়া।
একবার ব্যথিত মুখ বুকে লুকিয়ে দেখো
অগ্নিকুÐও জলপ্রপাত হয়ে ঝরে,
পাথরের পাহাড় ঝর্ণা হয়ে
নদীর গভীরে পড়ে।
একবার বুকে মুখ লুকিয়ে দেখো
জ্বলন্ত শরীর ডুবোজলে কতটা শান্ত করে রাখে।


পারভীন রেজা
তুমি

স্পর্শের বাইরে তুমি
তবুও তোমায় ছুঁই।
নয়নে না এলেও তোমার
মনে জেগে রই।
হাত দুটি হয়নি ধরা
তাতে কিÑ
মনের ভিতর তুমি ভরা
তোমায় নিয়ে স্বপ্নগুলো
জাগিয়ে রাখে
রাত্রি যতÑ
সুখগুলি ভরায় তত।
তুমি কি জানো কি দিয়ে গেছ
মন যে আমার হয়েছে সমৃদ্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবিতা

২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১৯ আগস্ট, ২০২২
১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন