শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
৮৬১. তোমার জঠর ত্যাগের কালে ভেবেছি এ মরণ মোর
ধরার বুকে এসেও ছিলাম আমি ভীষণ ভয় কাতর।
৮৬২. ক্রমে হলো প্রতীতি মোরÑ জগতটা খুবি সুন্দর
দৃশ্যাবলী নিসর্গ এর বড়ই মনোমুগ্ধকর।
৮৬৩. এই আগুনে দেখছি বিশাল প্রশান্তিময় এক জগত
যার তুলনায় ওই দুনিয়া ক্ষুদ্র মায়ের উদর বৎ।
৮৬৪. এই আগুনের অন্দরে এক বিশাল ভূবন বিদ্যমান
কনিকা এর ঈসার ফু-বৎ করে নব জীবন দান।
৮৬৫. তোমার জগত অস্থায়ী মা, যদ্যপি তা দৃশ্যমান
যায় না দেখা, সত্য তবু চিরস্থায়ী এই ভূবন।
৮৬৬. এসো মাতো, ভেতর এসো, দোহাই তোমার মাতৃত্বের
এসে দ্যাখো দহন হোথা নেই কোন দাবানলের।
৮৬৭. খোশনসীবী হাত ছানি দেয় করোনা মা অস্বীকার
হোথা পাবে অনন্ত সুখ, সফলতা সত্যিকার।
৮৬৮. হোথায় মাতো দেখছ কেবল ওই কুকুরের অত্যাচার
হেথায় পাবে প্রেম করুনা দয়া ও রহমাত খোদার।
৮৬৯. প্রাণের মায়ায় তোমায় আমি অগ্নি পানে ডাকছি মা
হেথা মযায় এমনি বিভোর, চোখ ফেরাতে পারছিনা।
৮৭০. এসো মাতো! অন্যদেরো জানাও আসার আহŸান
শা’ দের শা’ এই অগ্নি মাঝে রাখছে পেতে ‘দস্তখান’*।
৮৭১. এসো মাতো! ভেতর এসো, এসো মুমিন ভাই সকল
দ্বীনের মিঠে পানি ছাড়া ওই দুনিয়ার সব গরল।
৮৭২. ঝাঁপিয়ে পড়ো পতঙ্গবৎ কিসের দ্বিধা-শঙ্কা আর
হেথায় শত গুলবাগিচা, হেথায় চির নওবাহার।
৮৭৩. শ্রবণ করে মা শিশুটি’র আবেগ ভরা এ আহŸান
ঝাপিয়ে পড়ে বুকের মাঝে জড়িয়ে ধরে স্ব সন্তান।
৮৭৪. মা ও বেটা ডাকল সবায় কণ্ঠে তাদের একই সুর
তারই সাথে কণ্ঠে রণে খোদার তারিফ, নাম মধুর।
৮৭৫. ডাকল উভয়, এসো হেথা, এসো মুমিন ভাই সকল
শান্তি হেথা, বেহেশ্ত হেথা, কুসুমবাগ এ, নয় অনল।
৮৭৬. শ্রবণ করে মা ও শিশুর আবেগ ভরা এ আহŸান
উঠল নেচে প্রবল ভাবে মুমিনগণের হৃদয় প্রাণ।
৮৭৭. শাহাদতের তামান্না*তে জীবন-মরণ তুচ্ছ আজ
ঝাপ দিয়ে সব নারী পুরুষ পড়ল অনলকুন্ড মাঝ।
৮৭৮. জোর বা জবরদস্তিতে নয়, সেই মাশুকের প্রেমের টান
তিক্ততাকে মিষ্ট করায় যিনি সদা শক্তিমান।
৮৭৯. উন্মাদনা জাগল এ্যামন পড়ল হিড়িক ঝাপ দিবার
চেষ্টা করেও আমলারা তা পারল নাকো রুখতে আর।
৮৮০. পারল না সে মহাযালিম ছিনিয়ে নিতে ঈমান ধন
তৈরি হলো বরং মানুষ করতে জীবন বিসর্জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।