Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়া আলীয়া দরবার শরীফ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ঢাকা মিরপুরে কাগতিয়া আলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতার ঈছালে ছাওয়াব, আম্মাজান (রহ.) এর সালানা মৃতুবাষির্কী এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পূর্ব মনিপুর রুপবান বিবি বায়তুল করিম জামে মসজিদে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১৮৮ নং ঢাকা মিরপুর শাখা। কাজী আব্দুল মোতালিবের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা রকীব উদ্দীন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ইসলাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ ইকবাল চৌধুরী, মাওলানা কাজী মোঃ ইসমাইল, ইঞ্জিনিয়ার কাজী মোঃ শহীদুল আলম প্রমূখ। মাহফিলে বক্তারা বলেন, ন্যায়, সাম্য ও ভ্রাতৃত্বের এক অপার সম্মিলন ঘটে মাহে রমজানে। পুরো রমজান মাসজুড়ে বান্দার ওপর আল্লাহর রহমতের বারিধারা অঝোরে বর্ষিত হতে থাকে। এ মাসে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন কদরের রাত, যা হাজার মাস থেকে উত্তম। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাগতিয়া আলীয়া দরবার শরীফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ