Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসজিদ নির্মাণ করছেন আহমেদ শরীফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ধর্ম-কর্মে বেশ মনোযোগী তিনি। অনেক আগেই নিজ গ্রামের বাড়িতে একটি মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। সেই মসজিদ নির্মাণের কাজ এগিয়ে চলেছে। আহমেদ শরীফ তার ফেসবুকে মসজিদ নির্মাণের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার রহমতে অনেক দূর এগিয়ে গেছে আমার গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণ কাজ। মসজিদ নির্মাণ শেষে এতিমখানা নির্মাণের ইচ্ছা রয়েছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। উল্লেখ্য, আহমদ শরীফ প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন। চলচ্চিত্রে ভিলেন হিসেব তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।এরপর আরও দুই মেয়াদে সাধারণ সম্পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। স্ত্রী মেহরুন আহমেদ ও এক কন্যা নিয়ে তার সংসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ নির্মাণ করছেন আহমেদ শরীফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ