Inqilab Logo

মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

ভক্তদের কোরআন পড়ার আহ্বান জানালেন আমেদ শরীফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তবে মাঝে মাঝে দেশে আসেন। কুষ্টিয়ায় নিজ গ্রামে একটি মসজিদ নির্মাণ করছেন। তিনি এখন ধর্ম-কর্ম নিয়ে বেশি সময় কাটান। সম্প্রতি তিনি দেশে এসেছেন। একটি চ্যানেলের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, আমি যখন সময় কাটানোর কষ্ট অনুভব করছিলাম, সে সময় আল্লাহ আমাকে একটি পথ দেখিয়েছেন। আমি কোরআন শরীফ পড়া শুরু করেছি। আমার মনে হলো, এখন তো অনেক সময় আছে, একটু বাংলা কোরআন শরীফ পড়ি, দেখি কি বলেছেন আল্লাহতায়ালা। কোরআন পড়তে গিয়ে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে, একদিনেই ১০ পারা পড়া শেষ করেছি। আমার প্রচণ্ড ভালো লাগতে শুরু করে এবং অনেক কিছু শিখতে পারলাম। তিনি ভক্তদের উদ্দেশে বলেন, আমি ধর্মান্ধ নই, ধর্ম পরায়ণ। সবাইকে অনুরোধ করবো, আপনারা অবশ্যই কোরআন শরীফ পড়ুন। নিজের আত্মার শান্তি পাবেন, অনেককিছু জানবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভক্তদের কোরআন পড়ার আহ্বান জানালেন আমেদ শরীফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ