রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, বরগুনা : বিদেশী টিভি চ্যানেলে অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে নিঝুম দ্বীপে যাওয়ার জন্য পালিয়ে বাড়ি ছাড়েছিল নরসিংদির ৩শিশু। গত বুধবার তারা বাড়ি ছেড়ে চলে এলে আমতলী থানা পুলিশ গতকাল তাদের উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে। তাদের নাম মিয়াদ (৯), তনয় (১৩) ও মুন্না (১৩) ওই শিশুরা নরসিংদির বাড়ি থেকে পালিয়ে আমতলী আসে। উদ্ধার হওয়া শিশুরা জানায়, বিদেশী টিভি চ্যানেলে অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে তারা নিঝুম দ্বীপে যাওয়ার জন্য পালিয়ে বাড়ি ছাড়ে। ভুলে ফতুল্লা থেকে লঞ্চ যোগে তারা আমতলী আসে। ৩ শিশুকে লঞ্চ ঘাট এলাকায় ঘোড়াঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা আমতলী থানা পুলিশকে জানায়। পুলিশ তাদের উদ্ধার করে অভিভাবকদের খবর দেয়। অভিভাবকরা আমতলী এসে পৌছলে তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়। শিশুদের অভিভাবক মিজানুর রহমান, ফারুক হোসেন ও সাইফুল ইসলাম জানিয়েছেন, বিদেশী টিভি চ্যানেলের অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে তারা উৎসাহী হয়ে নিঝুম দ্বীপে যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিল। সম্পুর্ন সুস্থ অবস্থায় শিশুদের ফিরে পেয়েছেন তারা। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলউদ্দিন মিলন ইনকিলাবকে জানান, তিন শিশুকে ভালভাবে অভিভাবকদের নিকট ফিরিয়ে দিতে পারায় আসরা অত্যান্ত খুশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।