শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
সুমন আহমেদ
তোমার আগমনে
আগমনী বার্তা জানিয়ে নতুনত্বের হাত ধরে প্রকৃতির সাজ
বিবর্তন করে- আমের মুকুল আর কাঁঠালের মৌ মৌ গন্ধ
গায়ে মেখে তোমার আগমন- হে বৈশাখ।
তোমার আগমনে বাঙালির ঘরে ঘরে সীমাহীন এক খুশির
জোয়ার বয়ে চলে অবিরাম নববর্ষের নতুন প্রভাতে;
ভোরের রক্তিম সূর্যের আভা গায়ে মেখে সুখের উচ্ছাসে
মেতে উঠে,কাননে ফুটে থাকা- মাধবী,মালতী,টগর,কবরী।
কোমল হাতে সাতরঙের চুরি,কানে দুল,আলতা রাঙা দু›চরণ
ললাটের মাঝ সিঁথিতে কালোটিপ,অঙ্গে জড়িয়ে লাল-সাদা
শাড়ি; সেজে বৈশাখী সাজ- কেড়ে দৃষ্টির সব লাজ,চলেছে
বৈশাখী নারী- আবাল বৃদ্ধ বনিতার এক মহা মিলন মেলায়।
পারভীন রেজা
পাইনি কেন
দু:খ যাকে মানায়
সুখ তার নাই বা থাকুক
নিত্য দিনের ধারায়
বৈরী হাওয়ায় আকাশ উঠুক রেগে
যত তারা কালো মেঘে যাক ঢেকে
আষাঢ় শ্রাবণ পেরিয়ে
বসন্তেও যার বর্ষা ঋতু যায়না হারিয়ে
চোখের কাজল ঢেকে রাখে ব্যথার সাগর
রাতগুলো নেমে আসে হয়ে কালো পাথর
কেন পাইনি খুঁজে
চাঁদ ওঠা রাত সবুজ সকাল
হয়নি কেন আয়োজন
পাইনি কেন?
দক্ষিণ হাওয়ার ডাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।