Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব রাজনৈতিক দলের ঘোষিত আয়ের ৬৬ দশমিক ৩৪ শতাংশ বিজেপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতের সবচেয়ে সম্পদশালী রাজনৈতিক দল হলো বিজেপি। ২০১৬-১৭ অর্থবছরে বিজেপির মোট আয় হয়েছে এক হাজার ৩৭ দশমিক ২৭ কোটি রুপি। ভারতের জাতীয় কংগ্রেসের মোট আয়ের পরিমাণ ২২৫ দশমিক ৩৬ কোটি রুপি। চলতি আর্থিক বর্ষে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা আয়কর রিটার্ন থেকে এই তথ্য উঠে এসেছে। দিল্লির অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা আয়কর রিটার্নের ভিত্তিতে গত মঙ্গলবার এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে সাতটি জাতীয় রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়েছে। দলগুলো হলো- বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি (বসপা), ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি), সিপিএম, সিপিআই ও তৃণমূল কংগ্রেস। ২০১৬-১৭ আর্থিক বর্ষে সাতটি রাজনৈতিক দলের মোট আয়ের হিসাব দাঁড়িয়েছে এক হাজার ৫৫৯ দশমিক ১৭ কোটি রুপি। এর মধ্যে বিজেপির আয় সব রাজনৈতিক দলের ঘোষিত আয়ের ৬৬ দশমিক ৩৪ শতাংশ। কংগ্রেসের আয় সাতটি রাজনৈতিক দলের আয়ের ১৪ দশমিক ৪৫ শতাংশ। চলতি আর্থিক বর্ষে আয়ের নিরিখে সবার পেছনে রয়েছে সিপিআই। তাদের আয় মাত্র ২ দশমিক শূন্য ৮ কোটি রুপি, যা সাতটি রাজনৈতিক দলের মোট আয়ের মাত্র শূন্য দশমিক ১৩ শতাংশ। ২০১৫-১৬ আর্থিক বর্ষ থেকে ২০১৬-১৬ আর্থিক বর্ষে বিজেপির আয় বেড়েছে ৮১ দশমিক ১৮ শতাংশ। বিজেপির ৫৭০ দশমিক ৮৬ কোটি রুপি থেকে বেড়ে হয়েছে এক হাজার ৩৪ দশমিক ২৭ কোটি রুপি। পাশাপাশি ওই সময়ে কংগ্রেসের আয় কমেছে ১৪ শতাংশ। তাদের ২৬১ দশমিক ৫৬ কোটি রুপি থেকে আয় কমে হয়েছে ২২৫ দশমিক ৩৬ কোটি রুপি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনৈতিক দল

২৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ