মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে আগামী বছরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সংগঠন ও বিদেশিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিধি-নিষেধ আরোপ করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা। জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন শুক্রবার জানায়, দেশটির ৯২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বিদেশি সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে বৈঠকের আগে অনুমতি নিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিল করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে উৎখাতের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি অস্থিতিশীল হয়ে আছে এবং সেখানকার অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে বড় ধরনের প্রতারণার অভিযোগ তুলে সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয় লাভ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে অভিহিত করেন। তবে জান্তার অভিযোগ, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।