Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মিরে ভারত সমর্থক রাজনৈতিক দলে ভোট দেয়া হারাম : গিলানি

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ১৪ জুন, ২০১৬

ইনকিলাব ডেস্ক : কাশ্মিরে ভারত সমর্থক রাজনৈতিক দলে ভোট দেয়া ইসলামবিরোধী কাজ এবং তা হারাম বলে মন্তব্য করলেন হুররিয়াত কনফারেন্স-এর নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি। গত রোববার হুররিয়াত কনফারেন্সের পক্ষ থেকে শ্রীনগরে আয়োজিত এক সেমিনারে তিনি ওই মন্তব্য করেন। ভারত সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট না দেয়ার কথা বলতে গিয়ে সাইয়্যেদ আলী শাহ গিলানি জানান, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, পিপলস কনফারেন্স, আওয়ামী ইত্তেহাদ পার্টি এবং অন্য যত দল যারা নির্বাচনে লড়াই করে তারা সবাই কাশ্মির ইস্যুর দুশমন। এসব রাজনৈতিক দল ওই সব কুঠার স্কোয়াড যা ভারত আমাদের উপর চালাচ্ছে এবং শরীয়তী মতেও ওইসব দলকে ভোট দেয়া হারাম। গিলানির অভিযোগ, ওইসব রাজনৈতিক দল কাশ্মিরে চলমান ভারতীয় জুলুমের সমর্থন করে এবং তারা মদ, ড্রাগ, বেহায়াপনা ইত্যাদিকে খুবই সাধারণ বিষয় করে তোলে। জম্মু-কাশ্মিরের অনন্তনাগ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ জুন। উপনির্বাচনে লড়ছেন পিডিপি নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি স্বয়ং। মেহবুবার বাবা মুফতি মুহাম্মদ সাঈদ মুখ্যমন্ত্রী থাকাকালীন গত ৭ জানুয়ারি মারা যান। এর ফলে অনন্তনাগ আসনটি শূন্য হয়। মেহবুবা বিধায়ক নির্বাচিত না হয়েই গত ৪ এপ্রিল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় নিয়ম অনুযায়ী তাকে ৬ মাসের মধ্যে কোনো একটি আসন থেকে বিধায়ক নির্বাচিত হওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছে। উপনির্বাচনে মেহবুবাসহ ৮ জন প্রার্থীও নির্বাচনী ময়দানে রয়েছেন। গিলানিসহ অন্য কাশ্মীরি নেতারা এরইমধ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্বাচন বয়কট করার ডাক দিয়েছেন। কাশ্মিরে নির্বাচন বয়কটের ডাক দেয়া অবশ্য সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মিরে ভারত সমর্থক রাজনৈতিক দলে ভোট দেয়া হারাম : গিলানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ