বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার একটি বাসায় এক কলেজছাত্র সাগর দত্তকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার এক বন্ধু সজীবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূঁইয়া হাউজ’ নামের ওই বাসা থেকে সাগরের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
নিহত সাগর দত্ত চান্দিনার শঙ্কর দত্তের ছেলে।
কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূঁইয়া হাউজ’ নামের ওই বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকে।
কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া বলেন, ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে সাগরের রক্তাক্ত লাশ পাওয়া যায়। আর গুলিবিদ্ধ সজীবকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, পুরনো বিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার অন্য কিছুও থাকতে পারে। আমরা তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত বলতে পারব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।