শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
রোকেয়া ইসলাম
স্বচ্ছ ভোরের রোদ
ঘন ঘোর অমবষ্যা-সয়লাব চারদিক
গলিত কালো লাভার পরিপূর্ন পান-পাত্র
আঁধার-উৎসবে মতোয়ারা বিবর্ণ আকাশ
উষ্ণীষ পাতাল . . .
মাতাল আয়োজনে উদ্দম অন্ধ সঙ্গী
কালো ধোয়ায় ঢাকে মায়াবী সপ্ত রঙধনু
স্বর্গীয় জলসাঘরে থমকে থাকে মৌতাত গজল রাত
একদিন এক নিস্ব: কবি এনে-দেবে অমা-রাত পেরিয়ে
আগামীর জন্য একমুঠো স্বচ্ছ ভোরের আলো
সাইয়্যিদ মঞ্জু
বেলা শেষের আশ্রয়
প্রযুক্তির ব্যস্ত জীবন যাত্রায় ভুলে বসি
রক্তের আদি নিবাস
পাশ্চাত্য সংস্কৃতির গ্রাসে সমপ্রীতি, সৌভ্রাতৃত্ব
অবন্ধনের সুর পারিবারিক সামাজিক বন্ধনে
সম্মান, ভক্তি, শ্রদ্ধা ভালবাসা আজ বিরল
সে এক অতীত ইতিহাস।
ভোরের হিমেল হাওয়ায়
শিশির ভেজা শুভ্র সকালে
কিংবা ক্লান্ত দুপুর পেরিয়ে সোনালি সন্ধ্যায়
চোখের কোণায় ব্যথার জল নিয়ে
যোগ বিয়োগের হিসেব কষে
জীবনের এই অপরাহ্নে বৃদ্ধাশ্রমে
বেলা শেষের আশ্রয়।
আবুল কালাম আজাদ
সুসময় ...
বাংলার আকাশে চিরদিন
উজ্জ্বল সূর্য্য উঠবেই
স্বপ্নের গাংচিল সততই
সোনালী ডানাটা মেলবেই
সুসময় একদিন আসবেই
শুকতারা আকাশে হাসবে
নাগিনীর বিষফণা সততই
শান্তিরজন্য হুমকি
আগুনের ফুলকি জোট বেঁধে আয়
দুর্জন-দুরাচারে ভয় কি
ঘনাক না আকাশে ঘনকালো মেঘ
সত্যের সংগ্রাম চলবেই
বাংলার কবিসব সাহসী গ্রেনেড
কবিতারা লাভা হয়ে জ্বলবে
জীবন আঁধারে তারা তপ্ত বুলেট
চিরদিনই নীতিকথা বলবে
শ্যামলী বাংলার সব প্রান্তর
রঙিন স্বপ্নে সাজানো
পিশাচের নিঃশ্বাসে সারা বাংলা--
দুর্বল হবে না তো কখনো
বসুমতী তার ভাগ্যদুয়ার
নিয়তই বাংলাতে খুলবে
বাংলার শুভদিন আসবেই
জঞ্জাল নোনাজলে ভাসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।