Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে যুবলীগ কর্মী খুন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ৩:০৮ পিএম

নাটোর পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে গতকাল মঙ্গলবার দিনগত রাত প্রায় ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিপন শেখ (৩৫) যুবলীগের কর্মী ছিলেন বলে শহর যুবলীগের সভাপতি ফাহিম হোসেন উজ্জ্বল জানান।
প্রত্যক্ষদর্শী মাহফুজ বলেন, “কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত রিপনকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।”
পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি মশিউর জানান।
তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য সহ দুইজনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ