রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেড়ধরে এক পুলিশ সোর্সকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত পুলিশ সোর্সের নাম মোঃ মোরশেদ তালুকদার ওরফে মশিউর (৩১)। এই ঘটনায় নিহতের স্ত্রী সাথী আক্তার বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক এস এম মেহেদী হাসান বলেন, পূবর্ শত্রুতার জেড় ধরে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিহত মশিউরকে দুর্বৃত্তরা কৌশলে বাসা থেকে ডেকে কুশিয়ারবাগ খেয়াঘাট এলাকায় নিয়ে যায় এবং দুর্বৃত্তরা ধারালো ছোরা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এতে মশিউর বাঁচার জন্য ভয়ে বুড়িগঙ্গা নদীতে ঝাপ দেয়। এসময় ওই দুর্বৃত্তরা একটি নৌকায় উঠে মশিউরকে নৌকার বৈঠা দিয়ে উপর্যুপড়ি আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়ে নদীতে তলিয়ে যায়। রাত ১১টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদলের মাধ্যমে মশিউরের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। নিহত মশিউর জিনজিরা কসাইভিটা এলাকায় হাজী সামসু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বানাই গ্রামে। নিহতের স্ত্রী সাথী আক্তার বলেন, আমার স্বামী উকিলের মুহুরীর কাজ করতেন। তবে তিনি পুলিশের সোর্স ছিলেন কিনা তা আমার জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।