বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের হাটহাজারীতে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে সোহেল রানা (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় খোরশেদ (২৪) নামে তার এক বন্ধু আহত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফজু তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা হাটহাজারী পৌর এলাকার পূর্ব চন্দ্রপুর দুলা মিয়া বাড়ির নুরুল ইসলাম ওরফে মানিক মিস্ত্রির ছেলে। এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বিবৃতিতে বলেন, ছাত্রলীগ নেতা তারেক, আরিফ, আবদুল হান্নান, লিটন, তৈয়ব, ছায়েম, আজিম উদ্দিন, শাখাওয়াত, শাকিব, নাঈম, বাবু, শরিফসহ ছাত্রলীগের ২৫-৩০ জন সন্ত্রাসী হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রকাশ্যে নির্মমভাবে সোহেল রানাকে কুপিয়ে হত্যা করেছে।
সারাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বেআইনি গুম, ক্রসফায়ার ও বন্দুক যুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।