মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের সঙ্গে চুটিয়ে প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী চার্লস হ্যারি আগামী বসন্তে মার্কিন এ অভিনেত্রীর সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন। লন্ডনের কেনসিংটন প্যালেসের নটিংহাম কটেজে বসবাস করবেন তারা। ২০১৬ সালের দিকে এ জুটির মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। চলতি মাসের শুরুর দিকে তাদের বাগদান সম্পন্ন হয়। এক বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেছেন, আনন্দের সঙ্গে তিনি বাগদানের ঘোষণা দিচ্ছেন এবং মার্কলের বাবা-মায়ের আশীর্বাদও পেয়েছেন তিনি।
বিবিসি বলছে, ব্রিটিশ প্রিন্সের বাগদানের ব্যাপারে শুধুমাত্র রানী ও তার পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ সদস্যরা জানতেন; যা লন্ডনেই সম্পন্ন হয়েছে। ক্লিয়ারেন্স হাউসের এ ঘোষণায় প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়ালসের কর্মকর্তারা বলেছেন, যথাসময়ে প্রিন্সের বিয়ের তারিখ ঘোষণা করা হবে। বিয়ের পর মার্কলে ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য হবেন। ডিউক অব এডিনবার্গ ও ব্রিটিশ রানী রাজ পরিবারের নতুন এ দম্পতির জন্য আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাদের সুখী দাম্পত্য কামনা করেন তিনি। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
৩৩ বছর বয়সী প্রিন্স হ্যারির তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মার্কল (৩৬)। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো এ জুটি প্রকাশ্যে আসেন। যুদ্ধাহত সৈনিকদের সম্মানে প্রিন্সের আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ইনভিকটাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেখা যায়। এক বন্ধুর মধ্যস্থতায় গত বছরের জুলাইয়ে লন্ডনে স্বাক্ষাৎ করেন প্রিন্স হ্যারি ও মার্কল। গত নভেম্বরে মার্কলের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে প্রথমে নিশ্চিত করেন হ্যারি। সূত্র : বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।