Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা খুন

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ২:৫৮ পিএম

সিরাজগঞ্জ শহরে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা খুন হয়েছে। নিহত আব্দুস মালেক (২৮) শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের ছেলে এবং সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষনিক অভিযানে প্রধান অভিযুক্ত নজরুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, বেলা ১২টার দিকে শহরের ইলিয়ট ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, শহরের ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বড় ছেলে আবু মুসার কাছে টাকা পেতো। ওই টাকার তাগাদা দিলে মুসা ও নজরুলের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
উভয়ই এ সংবাদ তাদের স্বজন ও সমর্থকদের জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মালেক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আটককৃতরা হলো- জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম(২৮), একই এলাকার শাহ আলমের ছেলে সোহেল রানা (১৯), আমির হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯), মহর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৫), রানীগ্রাম মহল্লার মাহবুব আলীর ছেলে মোর্শেদ (১৯) ও কুশাহাটা কড়িতলার মৃত ওসমান আলীর ছেলে মনোয়ার হোসেন (৫৫)।
ওসি আরও বলেন, অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ