Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে প্রহরীকে খুন করে ৪ মোটরসাইকেল চুরি

চাঁদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১:৩৯ পিএম

চাঁদপুর শহরের ট্রাকরোডে সিকিউরিটি গার্ড দেলোয়ার হোসেন প্রধানিয়াকে (৪৫) গলা কেটে হত্যা করে ৪টি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার রাতের কোন এক সময় শহরের নিউ ট্রাকরোডস্থ সেবা আয়েশা গার্ডেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
গার্ড দেলোয়ার হোসেন প্রধানিয়া চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার দীঘলদী এলাকার প্রধানিয়া বাড়ির নুরুল ইসলাম প্রধানিয়ার ছেলে। তিনি দুই মেয়ে এক ছেলের জনক। গত আড়াই বছর ধরে তিনি এখানে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিলেন।

সেবা আয়েশা গার্ডেনের ভাড়াটিয়ারা জানান, সকালে ভবনের একজন বাসিন্দা বাসা থেকে বের হতে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে তিনি নৈশ প্রহরীর রুমে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেয়। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দেলোয়ারকে হত্যা করে চারটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। দ্রুত থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ অলি জানান, দেলোয়ারকে গলা কেটে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তদের দেলোয়ারকে হত্যা করা উদ্দেশ্য ছিলো না মোটরসাইকেল চুরি করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। আমরা অপরাধীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি। ঘটনাটি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ