Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের পোশাক পরে কাবুলে হামলায় ন্যাটো সেনা নিহত

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক বহরে আত্মঘাতী হামলায় এক ন্যাটো সেনা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো হামলায় আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় জর্ডানি এক সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন সেনা ও একজন দোভাষী। কাবুল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাবাগ জেলায় এ হামলা হয়। এতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আত্মঘাতী হামলাকারী মেয়েদের পোশাক পরা ছিল। আফগান তালেবানদের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল এবং বাগরাম বিমানঘাঁটির সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ন্যাটোর বিবৃতিতে জানানো হয়েছে। জর্জিয়া ন্যাটোর সদস্যভুক্ত দেশ নয়। তবে আফগানিস্তানে ন্যাটো বাহিনীকে সহযোগিতার জন্য জর্জিয়া ৮৭০ জন সেনা পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার হেরাতের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ৩০জনের বেশি মানুষ নিহত হন। সোমবার কাবুলে ইরাকি দূতাবাসের কাছে এক আত্মঘাতী হামলায় নিহত হন দুই ব্যক্তি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ