মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানি এবং তাদের ১৩ টি নেটো মিত্রদেশ ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের আকাশ সুরক্ষিত রাখতে যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চায়। এজন্য তাদের পছন্দ ইসরায়েলের অ্যারো থ্রি সিস্টেম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআইএস-টি। বার্লিন বৃহস্পতিবার একথা জানিয়েছে। ব্রাসেলসে নেটোর সদরদপ্তরে একটি অনুষ্ঠানে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখট বলেন, এ উদ্যোগের মাধ্যমে আমরা ইউরোপের নিরাপত্তার জন্য আমাদের যৌথ দায়িত্ব পালন করছি, আমাদের সম্পদ একত্রিত করে। সেখানে নিজেদের আগ্রহ প্রকাশ করে ১৪টি দেশ একটি চিঠিতে সই করেছে। এস্তোনিয়ার প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তারাও এই উদ্যোগের অংশ হয়েছে। যেটিকে তারা বলছে, ‘ইউরোপিয়ান স্কাই শিল্ড’ বা ‘ইউরোপের আকাশের সুরক্ষাবর্ম’। জার্মানি ছাড়াও সই করা দেশগুলো হল: যুক্তরাজ্য, স্লোভাকিয়া, নরওয়ে, লাটভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, বেলজিয়াম, চেকিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং স্লোভেনিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রেথিয়নের প্যাট্রিয়ট ইউনিটস বা অতি সম্প্রতি আধুনিকায়ন করা আইআরআইএস-টি এর মত ভূমিভিত্তিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পশ্চিমা অনেক দেশের হাতেই এখন প্রয়োজন অনুযায়ী নেই। কারণ, পশ্চিমা অনেক দেশ স্নায়ু যুদ্ধের পর সামরিক খাতে অধিক ব্যয় করতে অনিচ্ছুক হয়ে পড়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।