Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার ওপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা চালানোর জন্য সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকের আগে এ আহ্বান জানান। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দুই দেশের অন্তত ৫০ হাজার মানুষ নিহত হন। ইরাভানি বলেন, বিগত এক দশকের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানবিক পরিস্থিতি এমনিতেই দুর্বিষহ ছিল। তার ওপর এই ভূমিকম্পে দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং জনগণ এখন জরুরি নিত্যপণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছে। ইরানের রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার সকল জনগোষ্ঠীর কাছে সমানভাবে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিকল্প নেই। ইরাভানি বলেন, সিরিয়ার বর্তমান মানবিক সঙ্কট কার্যকরভাবে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সমাজকে অমানবিক একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে মনোনিবেশ করতে হবে। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশীদের চাপিয়ে দেয়া সহিংসতার জের ধরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। এরপর ২০১৯ সালে আমেরিকা আরেকটি আইন জারি করে যার ফলে সিরিয়ার পুনর্গঠন কাজে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত যেকোনো প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ