Inqilab Logo

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

পুতিন ‘ইউক্রেন নিয়ন্ত্রণের’ পরিকল্পনা বাদ দেননি : ন্যাটো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ২:০০ পিএম

বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেন নিয়ন্ত্রণের পরিকল্পনা বাদ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সবাইকে ‘লম্বা সময়ের কঠিন প্রস্তুতি’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। -দ্য গার্ডিয়ান, ডিপিএ

বার্তাসংস্থা ডিপিএকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘পুতিন তার লক্ষ্য পরিবর্তন করেছেন এমন কোনো ইঙ্গিত নেই।’ তার লক্ষ্য ছিল ‘ইউক্রেনকে নিয়ন্ত্রণ’ করা। তিনি আরও বলেছেন, রাশিয়া বড় সেনা সমাবেশ করেছে এবং তারা দেখিয়েছে, ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ্য করতেও প্রস্তুত আছে।’

শক্তিশালী জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, ‘এটি শেষ না। যুদ্ধ সম্পর্কে আগ থেকে কিছু বলা যায় না। কিন্তু আমাদের লম্বা সময়ের জন্য এবং রাশিয়ার নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে। রাশিয়াকে আমাদের খাটো করে দেখা উচিত না।’ জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। যেন রাশিয়ার প্রেসিডেন্টের ধারণা তৈরি হয়, তিনি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।

এ ব্যাপারে স্টলটেনবার্গ বলেছেন, ‘এটা শুনতে হয়ত অন্যরকম লাগবে। কিন্তু ইউক্রেনে শান্তি আনয়নের সবচেয়ে দ্রুত উপায় হলো সামরিক সহায়তা। আমরা জানি বেশিরভাগ যুদ্ধ শেষ হয় আলোচনার টেবিলে— সম্ভবত এ যুদ্ধও আলোচনার টেবিলে শেষ হবে— কিন্তু ইউক্রেন তাদের দাবি আদায় করতে পারবে সামরিক পরিস্থিতির ওপর নির্ভর করে।’

‘তাই যদি আমরা ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৈৗমত্ব বজায় রেখে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান চাই তাহলে এর সবচেয়ে বড় উপায় হলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া, যোগ করেন স্টলটেনবার্গ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ