Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো বড় হতে পারত বাংলাদেশের ইনিংস

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শুরুটা হলো ভালোই। ১৫ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭২। তামীম ২৩ রানে ফিরে গেলেও ফিফটি তুলে নিলেন রানে ফেরা অপর ব্যাটসম্যান সৌম্য (৬১)। পঞ্চাশর্ধো ইনিংস এলে দুই ভায়রার ব্যাট থেকেও- মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৫১। তরুন মোসাদ্দেকও খেলেন ভালো ইনিংস (৪১)। তবুও ইনিংসটা গিয়ে ঠেকলো আরাইশ’র কোটায়। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবের সবুজ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট ২৫৭ রান। কিউইদের হয়ে হামিশ বেনেট ৩১ রানে ৩টি উইকেট নেন। আর ২টি করে উইকেট পান জেমস নিশাম আর ইস সোধি। বাকি উইকেটটি নেন স্যান্টনার।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাশরাফি ছিলেন না। তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। ব্যাট হাতে মাত্র এক রানেই রান আউট হয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক।
বিস্তারিত খেলার পাতায় : পৃষ্ঠা ১০



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনিংস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ